ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১১ জানুয়ারি 

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩২, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ৯ ও ১০ জানুয়ারি ওরিয়েন্টেসন এবং ১১ জানুয়ারি ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

৯ জানুয়ারি অডিটোরিয়াম-১ এ সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কৃষি অনুষদ এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সি.এস.ই অনুষদ, অডিটোরিয়াম-২ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ এবং দুপুর ২.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ফিসারিজ অনুষদের ওরিয়েন্টেসন অনুষ্ঠিত হবে। 

পরদিন ১০ জানুয়ারি অডিটোরিয়াম-১ এ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অনুষদ অডিটোরিয়াম-২ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেসনের তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি